- ভর্তির পদ্ধতি
প্লে থেকে ৯ম শ্রেণিতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি
চুড়ান্তভাবে নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র ( শিক্ষার্থীর জন্ম সনদের অনলাইন ভেরিফাইড কপি ১টা, পিতা-মাতার এনআইডি কার্ডের ফটোকপি ১টা করে এবং শিক্ষার্থীর পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি ২টা ) ভর্তি ফি, সেশন ফি, আইসিটি ফি এবং জানুয়ারী মাসের বেতন অনলাইনে জমা দিয়ে অথবা বিদ্যালয়ে গিয়ে সরাসরি ফি সমূহ জমা দিয়ে ভর্তি হতে হবে।
ভর্তির জন্য যে কোন সুপারিশ অযোগ্যতার পরিচায়ক।